রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

শীতল


শীতল
- যাযাবর জীবন

দেহের গরমে পারদের ওঠানামা শরীর জুড়ে
কাম মিটে গেলে সেই তো বরফ
তুই
আমি
দুজনে;
প্রেমের পারদের ওঠানামা মনের ভাপে,
ঈর্ষায় ভাপে সূর্য গরম
অভিমানে চন্দ্রে গ্রহণ
থার্মোমিটারের কি এসে যায় প্রেমে অথবা কামে?
পারদের ওঠানামা'তো শুধুই ঠাণ্ডা কিংবা গরমে;

তোর গরমে শীতল হতে হতে আমি বরফ হয়ে গিয়েছি
কিংবা তোর
ঈর্ষা
আর অভিমানে,
শিহরণ জাগে না এখন আর তোর চুমে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন