অনুভবে গাছ
- যাযাবর জীবন
ভালোবাসা কিংবা ঘৃণা
সে তো মানবীয় গুণাবলি,
আমি মানুষ'কে ভালোবাসতে পারি নি
ঘৃণা করা তো কখনো শিখিই নি;
তবুও কেন বিব্রত করো বারবার আমায়?
তোমাদের অযাচিত ভালোবাসায়;
কেন মাখিয়ে দেও মনের যত ঘৃণাগুলো?
ভালোবেসে আমার সারা গায়।
পাহাড়ে হয়তো ঝর্ণা বয় ভালোবাসায়
লোহায়ও মরচে ধরে উগরে দেয়া ঘৃণায়;
ঝর্ণা কিংবা মরচে'তে গাছের কি এসে যায়?
গাছ বোবা হয়ে দাঁড়িয়ে থাকে ঠায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন