রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

চক্রবুহ



চক্রবুহ
- যাযাবর জীবন

অস্থির প্রেমিক প্রেমিকা
অস্থির মন
অস্থিরতা বোঝে সে'ই
প্রেম করেছে যে জন;

আমি অস্থির তার জন্য
তুই অস্থির আমার জন্য
সে অস্থির তোর জন্য
মন অস্থির প্রেমের জন্য
প্রেম অস্থির শরীরের জন্য
ধন্য ধন্য প্রেম ধন্য
কাম মিটে গেলে সব শূন্য;

তুই
আমি
সে ও তার মধ্যে
প্রেমের চক্রবুহ;
হায় প্রেম, ধন্য ধন্য
প্রেম উন্মুক্ত, সবার জন্য।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন