বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

ভুক্তভোগী



ভুক্তভোগী
- যাযাবর জীবন

চুমুরও-তো ইচ্ছে জাগে মাঝে মাঝে উড়তে ঠোটের ওপর
দেহ ছোটে দেহের তরে
মুঠো মুঠো প্যারাসিটামলে কি আর
তোকে চাওয়ার কামজ্বর সারে?

ঘুম স্বপ্নেও এখন আর দেখি না তোরে
লুটিয়ে পড়তে বুকের পরে;
তবুও চোখ খুললেই ভুগি কেন
"তুই" নামক হাহাকারে............



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন