বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

প্রহর


প্রহর
- যাযাবর জীবন

ওরাও প্রেম করে
তারাও প্রেমে মজে
পশু বা পাখি হোক
জীবন সবার তরে;

মানবের দোষ হয় পদে পদে
প্রেমে পরে, প্রেম করে;
আর শুকনো ঠোঁট প্রহর গোনে
চুমুর তরে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন