বুধবার, ৪ নভেম্বর, ২০১৫

যখন তখন



যখন তখন
- যাযাবর জীবন

মেয়েদের প্রেমে পড়ার কোন কারণ লাগে না
কারণ লাগে না কাছে আসার
কারণ লাগে না ভালোবাসার
কারণ লাগে না ভুলে যাওয়ার
লাগে না কারণ ছুড়ে ফেলার;
দাসত্ব ইচ্ছার, শৃঙ্খলিত মন
যুক্তি-তর্কের ধার ধারে না
লাগে না ভালোবাসা কিংবা ঘৃণার কোন কারণ;
মনে প্রেম আসে যখন তখন
আর ভালোবাসে পাগলের মতন
যখন তখন, যখন তখন;

ভালোবাসার অত্যাচার সইবার ক্ষমতা দেয়া হয় নি আমায়;
যখন তখন, যখন তখন।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন