ভার্চুয়াল কাব্য চোর
- যাযাবর জীবন
চোর চুরি করে
খুব স্বাভাবিক
গৃহস্থের মন পুড়ে
বাকি সবাই চোরকে দেয় ধিক্;
তোমাদের না হয় আছে কাড়ি কাড়ি অর্থ
আমার শুধুই কবিতা, 'তোর' জন্য নিঃস্বার্থ
আমার তো মন পুড়ে
কবিতা চোর যখন আমার ঘরে।
আরে বেটা চোর,
কাব্য চুরি শুধুই তো তোর সুন্দরী পটানোর স্বার্থে
রেখে নে না রে বেতন-ভুক্ত লেখক
তোর ব্যাংক উপচানো অর্থে;
ব্যাংক লুটে মিটে নি তোর ক্ষুধা?
কার তরে লুটতে চাস ভার্চুয়ালে কাব্যের সুধা?
আমার কলম কি লিখে বোঝার সাধ্য কি আছে তোর?
তুই তো শুধুই এর ওর প্রোফাইলের নিম্ন-সারির এক কাব্য চোর;
আগে তাও নিজের লিঙ্গে তোকে প্রোফাইলে পেতাম উপস্থিত
ধরা খাওয়ার পর দেখি লিঙ্গটাই বদলে ফেলেছিস,
নারী লিঙ্গ নিয়ে কেন ফেইক আইডি খুলেছিস?
তুই নারী? না পুরুষ? না হিজরা?
প্যান্ট খুলে লিঙ্গ দেখে নিস।
ও হে নারী পরিচয়ের নপুংসক
ধিক্ ধিক্ ধিক্, তোকে হাজারো ধিক্।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন