শনিবার, ২১ নভেম্বর, ২০১৫

আলো আঁধার


আলো আঁধার
- যাযাবর জীবন

দিন শেষ হওয়ার আগেই আমি অন্ধকার হয়ে যাই
সূর্যের সাথে বোঝাপড়া শুধুই তোর;
চাঁদ সবার
আমি চাঁদনির,
এবার তুই জ্যোৎস্না হয়ে যা;
রাত শেষ হওয়ার আগেই আমি আলো হতে চাই।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন