আশীর্বাদ
- যাযাবর জীবন
তোর চাঁদেতে থাকুক আমার স্পর্শ একটুখানি
অমাবস্যার রাত্রি আমি কালো অনেকখানি
তোর সূর্যে ভাগ নেব না চাই না দিনের আলো
ভালোবাসায় মেঘ হয়ে যাই অন্ধকারের কালো;
একলা তুই একলা আমি একলা রাতের চাঁদ
ভালোবাসার হাতছানিতে অনেক গভীর ফাঁদ
একলা রাতে একলা বনে একলা হরিণ কাঁদে
পড়েছিল সেও যে বাঁধা গভীর প্রণয় ফাঁদে;
যেদিন আমি থাকব না কান্না বুকে ভিজুক
আমার কথা মনে করে চাই না কেও কাঁদুক
জ্যোৎস্না কিরণ তোর ওপরে চিরদিনই থাকুক
কেও তো মনে খুব গভীরে তোকে ভালোবাসুক।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন