রবিবার, ৮ নভেম্বর, ২০১৫

গাছ


গাছ
- যাযাবর জীবন

পাখিরও নাচতে মন চায়
ভালোবাসা পেলে
কিংবা প্রেমিকের তরে;
মানুষ তো কোন ছার!

মানুষ ভালোবাসা বোঝে,
গাছ নয়;
মানুষ মানুষকেই ভালোবাসে
স্বাভাবিক ভাবে;
তবুও কেও কেও ভুল করে গাছের প্রেমে পড়ে
যেমন তুই;
আমি ঠায় দাঁড়িয়ে রই।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন