দাম্পত্য
- যাযাবর জীবন
অন্য এক ভুবনে তৈরি হয় সম্পর্ক,
যার নাম দাম্পত্য;
এ ভুবনে সূত্রপাত চোখাচোখিতে
তারপর চেয়ে থাকা
অপলক বা চোখচোরা,
স্পর্শে পুলক
হালকা কুয়াশার ঝলক
শীত গভীর হতে হতে
সম্পর্ক জাঁকিয়ে বসে,
তারপর হাতের চুড়ি থেকে বিয়ের নোলক
মধুচন্দ্রিমা? পড়ে না চোখের পলক;
বিছানায় বিলীন
সম্পর্ক কুলীন
সংসারে মধুর ঢল
হাসি খুশি ছলছল।
সূর্যের গোলায় দিন গড়ায়
চাঁদের গোলায় রাত
ওহে সম্পর্ক আছে কি এখনো?
দুজনের হাতে হাত;
মাসের গড়ানোতে বছর গড়ায়
বছর গড়িয়ে যুগ
ওহে সম্পর্ক এখনো কি চেহারায়?
প্রথম দেখার চাঁদমুখ।
জোড়ায় বেধে যুগ কেটে গেলো
তবে তো সম্পর্ক সত্যি আঠালো
আর নয়তো সম্পর্কটুকু শুধুই
বিয়ের পিঁড়িতেই ছিল।
সে ভুবনের সম্পর্ক
এ-ভুবনে লাগে জোড়া
যখনই শরীরে যৌবনের তাড়া;
ভুল বোঝাবুঝিতে ভাঙ্গে সংসার
আর না হয় ঝুলে থাকে সুতোয়
বিশ্বাস আর ভালোবাসা ছাড়া।
দম্পতি সবাই রাতের বিছানায়
দাম্পত্য কাঁদে কেন আঁধারে?
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন