সোমবার, ৯ নভেম্বর, ২০১৫

ঘড়ি টিক টিক



ঘড়ি টিক টিক
- যাযাবর জীবন

বালু-ঘড়ি থেমেই যায় বালু শেষ হলে
চাঁদ উঠলেই থেমে যায় সূর্যের কাটা
কিংবা আঁধার নেমে এলে;

পরতে পরতে মেঘ জমেছে বালু-ঘড়ির গায়
টিক টিক কাঁটা থেমে এলো বলে
অনেক সময় পাবি কান্নার,

সূর্য ডোবার আগে দেখে নে আমায়।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন