বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

মনবাড়ি'তে বৃষ্টি



মনবাড়ি'তে বৃষ্টি
- যাযাবর জীবন


কিছু আলো দিনে
কিছু মনে
বাকীটা অন্ধকারে

এক একটা খেয়ালী বাতাস
যখন তখন সূর্য হয়
যখন তখন চাঁদ
যখন তখন মন খারাপ

ইদানীং খালি চোখে যা কিছু ছায়া ছায়া
মন চোখে বড্ড অচেনা
ভেতর আর বাইরের হিসেব মেলে না

এই যে শ্রাবণ, এত এত বৃষ্টি হয়ে গেলো
বন্যায় ভেসে গেলো চারিদিক
নোনা জল কমলো কি?
চোখে
কিংবা সাগরে

আমি অন্ধকার দেখেছি দিনে
অন্ধকার দেখেছি মনে
এর
ওর
তার
আমার
সবার

এখন আর খেয়ালি বাতাস কাঁদায় না
অন্ধকার ভাবায় না
পাহাড় দেখতে দেখতে পাথর হয়েছি

কালো যতই হাসতে হাসতে খুন করে যাক
আমি ক্ষয়ে যাওয়া দাঁতে হাসি ধরে রাখি
আর লবণ সয়ে যাই চোখে

আজ আকাশটা বড্ড ছায়া ছায়া
বৃষ্টি হবে কি?
মনবাড়ি'তে।






যুদ্ধ


যুদ্ধ
- যাযাবর জীবন


চাহিদা অসীম,
সীমিত সাধ্য;
সমন্বয়ের যুদ্ধ প্রতিনিয়ত।


কান্না মেয়ে



কান্না মেয়ে
- যাযাবর জীবন


একটা মেয়ে, দিনমান সূর্য
দুপুর রৌদ্দুর মন তাপ দাহ
একটা মেয়ে রাতের জ্যোৎস্না
দেখে সবাই, বোঝে না তারে কেহ

একটা মেয়ে, আকাশে বিজলির চমক
রঙে রঙিন গা, মনে ঢঙের ঠমক

একটা মেয়ে, সারাদিন ইনায় বিনায়
যারে তার লাগে ভালো তার পথ চায়

একটা মেয়ে, মোবাইল ক্যামেরা হাত
সেলফিও বিরক্ত, ফেসবুকে দিনরাত

একটা মেয়ে, মন বারোমাস ষড়ঋতু
হয়তো কারো জীবনে ফুল ফোঁটার হেতু

একটা মেয়ে, অকারণ মন মেঘ
যখন তখন মন বদলে ঝড়ের বেগ

একটা মেয়ে, সারাক্ষণই অস্থির
মুখে কথার খৈ, মনে অলীক স্বপ্নের ভীর

একটা মেয়ে, হয়তো আজ তার কোন বিশেষ দিন
কেও বলে না ডেকে, কি রে! কেমন কাটছে তোর দিন?
বড্ড একাকীত্বে সারাদিন অপেক্ষায় যায় কেটে কেটে
সুধায় না কেও, ওগো ও মেয়ে! কান্না কেন রে তোর দুচোখে?



মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

সঙ্গম


সঙ্গম
- যাযাবর জীবন


তোর সাথে আমার মিলন,
জন্ম ভালোবাসার;
মনের সাথে কলমের সঙ্গম,
জন্ম কবিতার।


জড়াজড়ি অন্ধকার



জড়াজড়ি অন্ধকার
- যাযাবর জীবন


ভোর জড়িয়ে থাকে কুয়াশার ভাজে
সকাল জড়িয়ে রয় সূর্যের সাথে
বিকেল জড়ায় এলোমেলো দুপুর রোদে
সন্ধ্যে জড়ায় ঘরে ফেরা পাখির ডানায়;

আমি রাতের অপেক্ষায়,
অন্ধকারে জড়িয়ে যেতে তোতে।


উচ্চতা


উচ্চতা
- যাযাবর জীবন


পাহাড় অনেক দূরে
অতটা উঁচুতে ধরতে পারব না তোকে,
উড়িয়ে দিলাম মন আকাশে
বৃষ্টি হয়ে নেমে আসবে তোর চোখে......


মায়ার কান্না


মায়ার কান্না
- যাযাবর জীবন


ইদানীং ঘুমন্ত আগ্নেয়গিরিতেও নাকি লাভা উদ্‌গিরণ
বড্ড বদলে গেছে প্রকৃতি
বদলে গেছে আবহাওয়া
তুই আসার পর থেকেই বদলে গেছে জীবন

আজকাল ঘরে বাইরে গনগনে আগুন
ফুসফুসে বিষাক্ত বাতাস
মাথার ওপর না হয় নাই থাকলো ছাদ
মন মশারিতে উঁকি চাঁদ,

ধ্যাত!
অমাবস্যায় জ্যোৎস্নার কৌতুক
কেওড় এঁটেছি মন ঘরে;
ভালোবাসা, তুমি দূরে থাকো।

মায়া!
বড্ড কাঁদায়।


মুগ্ধতা



মুগ্ধতা
- যাযাবর জীবন


চোখাচোখি মুগ্ধতা সকলই প্রেমিক প্রেমিকার,
স্বামী স্ত্রী উল্টাপাশ।

দাম্পত্যে অনুভব


দাম্পত্যে অনুভব
-যাযাবর জীবন


এক পৃথিবীতে একই ভান্ডে
এক সাথে জান্নাত ও জাহান্নাম;
দাম্পত্য।


ঘরে ফেরা পাখি



ঘরে ফেরা পাখি
- যাযাবর জীবন


ভোরের স্বপ্ন ভাংতেই দুচোখ শিশির:

সূর্য ভাঙছে পাহাড়ে মেঘ ভেঙে
রৌদ্রের ঘ্রাণ মেখে আকাশে পাখির ডানা
আজ কাকপুকুরে ডুবিয়ে দেব অন্ধকার গল্পগুলো;

তারপর নতুন সূর্যে জীবনের নতুন হিসাব
চোখ মেলাতে হবে তোর সাথে চোখ মেলে
মন তো সেই কবেই মিলেমিশে একাকার তোর মনে,
ঘরে ফেরা পাখি ঘরেই ফেরে
মাঝে এদিক ওদিক অল্পকিছু ডানা ঝাপটানো, পথ ভুলে;

অন্ধকার জীবনের গোপন পাণ্ডুলিপিগুলো কবর দেয়া হয়
মনের ঘরে,
হরহামেশাই, খুব গোপনে;
আমার
তোর
তার ও তার
আমাদের সবার।




পাহাড়ের মন



পাহাড়ের মন
- যাযাবর জীবন


পাহাড় নগরীতে সারাদিন;
কখনো রোদ কখনো অভিমান
কখনো মেঘ কখনো কান্না,
ঠিক যেন পাহাড়ে তুই

আমি ভিজছিলাম পাহাড়ে
মেঘে, রোদে ও তোতে;
আচ্ছা! পাহাড়ের কি মন আছে?
কিংবা তোর?


সৌন্দর্য


সৌন্দর্য
- যাযাবর জীবন


সব সৌন্দর্য ক্যামেরায় ধরা যায় না
সব সৌন্দর্য ক্যামেরায় ধরতেও হয় না,
যেমন তোকে আমি মনে ধরে রেখেছি
আর চাঁদনি।




জলবাসনা


জলবাসনা
- যাযাবর জীবন


তোর জলবাসনা
আমার চুমুস্নান


ভুলের ভুল


ভুলের ভুল
- যাযাবর জীবন


কিছু ঘাস লতা
কিছু গুল্মফুল
পাহাড় দাঁড়িয়ে সামনে
আমি তোকে ভেবে করি ভুল

কিছু জলরাশি
কুলকুল কুলকুল
সামনে বয়ে চলা ঝর্ণা
আর আমি তোতে মশগুল

তুই কে?
পাহাড়,
ঝর্ণা,
নদী,
না কি কেবলই নারী?
না কি আমার জীবনে ফোটা ভুল ফুল!


পাহাড়ে সকাল


পাহাড়ে সকাল
- যাযাবর জীবন


পাহাড়ে সকাল
সুনসান নিস্তব্ধতা
আড়মোড়া ভাঙছিল রোদ
আমি পাহাড়ের ভাঁজ ভাঙা খাঁজে,
বড্ড কষ্ট হচ্ছিলো পথ বাইতে;

কই, সেদিন তো একটুও কষ্ট হয় নি
পাড়ি দিতে চড়াই উতরাই,
তোর বুকের ভাঁজে;

উঁহু
আর বাইব না পাহাড়
তুইহীনা
একা একা
মন খারাপ করে।


সবুজ পাহাড়



সবুজ পাহাড়
- যাযাবর জীবন


সবুজ সবুজ পাহাড় পাহাড়
পাথর তোর মন
পানি পানি শ্যাওলা সবুজ
ভালোবাসার মন

শীতল শীতল মিষ্টি বাতাস
পাহাড়ে এখন
অপেক্ষায় বসে আছি
চলে আয় রে মন



ক্লান্তি


ক্লান্তি
- যাযাবর জীবন

উড়তে উড়তে পাখি
ক্লান্ত ডানা ভাঙা
চলতে চলতে পা
ক্লান্তি মানে না

ক্ষুধা ক্ষুধা পেট
মুখ আহার চায়
ঘষতে ঘষতে জীবন
ক্লান্ত বৈঠা নায়


সুনসান ঢাকা শহর


সুনসান ঢাকা শহর
- যাযাবর জীবন


এই সুনসান রাস্তাঘাট
এই ভোরের শহর
এই বৃষ্টির ভোর
আমার ঢাকা শহর


অন্ধকার চোখ



অন্ধকার চোখ
- যাযাবর জীবন


রোজ আকাশে সন্ধ্যে নামে সূর্য মুছে দিয়ে
সন্ধ্যেগুলো রাত্রি হয় আমার হবে বলে;

আমি রাতের পানে চাই চাঁদের তৃষায়
চোখ ধু ধু অন্ধকার, চাঁদনি কোথায়?


হিবিজিবি পুরনো লেখা


হিবিজিবি পুরনো লেখা
- যাযাবর জীবন


একদিন থেমে যাবে হাত
একসময় লিখবে না কলম
একদিন পাথর চোখ
বধির শ্রবণ
একদিন নিথর দেহ হাসব দূর দেশে
সেদিন অশ্রুজল, তোর দুচোখে;

মাঝে মাঝে পুরনো খাতা খুলে
দেখিস সব লেখা
তোকে নিয়ে হিবিজিবি আঁকা
মনের যত কথা।


অনির্দিষ্ট ভাবনা


অনির্দিষ্ট ভাবনা
- যাযাবর জীবন


মনের গোপন ঘর
অনির্দিষ্ট কিছু ভাবনা
হঠাৎ, খুব হঠাৎ করেই ঝড়ের নৃত্য
ওলোট পালট আমি
ওলোট পালট মন
ওলোট পালট জীবন

রাতের ভেতর রাত
অন্ধকারের ভেতর অন্ধকার
কালোর থেকেও কালো
আর চেতনার অথৈ এ ডুবতে থাকা আমি,
এই যাহ্‌!
মন খারাপ করে দিলাম তোর

তুই কবিতা পরিস কাব্যরসে
আমি ক্রমাগত মেঘ আঁকি তোর আকাশে

এবার থেকে ঠিক আড়াল হব
ঐ যে আয়না দেখছিস
তার পেছনে;
কে দেখবে, কি আছে পারদের ওপারে?
তুই শুধুই সৌন্দর্য দেখবি
সূর্য জ্বেলে
জ্যোৎস্না ঢেলে;
আমি তো কবেই নিভে গিয়েছি
পারদের ওপারে

অনির্দিষ্ট ভাবনাগুলো বড্ড যন্ত্রণা দেয়,
কবিতা হলে;
আর তুই, মনে এলে।


মন সোহাগী তুই


মন সোহাগী তুই
- যাযাবর জীবন


তুই সোহাগী মন রে আমার
মন সোহাগী তুই
তোরে ছাড়া বড্ড আমি
একা হয়ে রই

মনের চোখের আয়না খুলে
তোকে দেখতে রই
বুকের খাঁচার আলমারির
প্রতি তাকেই তুই


চোখে রাত



চোখে রাত
- যাযাবর জীবন


আড়ালে দাঁড়িয়ে তুই
মন রাত
কোথায় জানি রিনঝিন চুড়ির শব্দ
ঘুম ভাংছে কানের,
তুই ঘোমটা সরালেই সূর্য উঠবে,
আমি প্রতীক্ষায়;

আর কতকাল চোখে রাত মাখব,
চাঁদনির অপেক্ষায়।

মন খারাপের ঢেউ



মন খারাপের ঢেউ
- যাযাবর জীবন


এগোতে যেতে যেতে ঢেউ
নামতে নামতে ভাঁটা
না পৌঁছানো হয়েছে তোতে
না নামতে পেরেছি তোতে;

সাগরে শুধু শুধুই অবিরত মন খারাপ
আর ভালোবাসার ঢেউ
দিনে আর রাতে।


তুই আর আমি



তুই আর আমি
- যাযাবর জীবন


মন পুকুরে টুকরো টুকরো ঘাস
তোকে দেখায় দূর্বা গজিয়েছিল ভালোবাসার ডানায়
প্রথম দেখতেই আমি সবুজ
বন্য ভালোবাসায়

মন আকাশে টুকরো টুকরো মেঘ
নীলের মাঝে সাদা কালোর ছোপ
মন ঠিক তাই
আলো আর আঁধার

মন সাগরে টুকরো টুকরো তুই
ভীষণ লাল
কখন যে হৃদয় কেটে দিয়েছিস
জানতেই পারি নি

এখন রাত হই দিনে
সূর্যে খুঁজি চাঁদনি
এ কেমন তর প্রেম?
তুই আর আমি।


স্থবির


স্থবির
- যাযাবর জীবন


স্থবির রাস্তাঘাট স্থবির জনজীবন
যন্ত্রের কাছে বন্দি অসহায় কর্মজীবন;
দিন, মাস, বছর, যুগ কেটে যাচ্ছে এভাবেই
রাস্তায় গাড়িতে সময় পার সকল পুতুল মানবের




ভারবাহী


ভারবাহী
- যাযাবর জীবন


নুয়ে তো পড়েছি সেই কবেই
বোঝা কি তবুও কমে?
সংসারের
জীবনের
প্রয়োজনের;

এই সবুজ মাঠ
এই শস্যক্ষেত
এই খাদ্য দানা
সবই তোদের জন্য,
আমি বইতে পারব আরো আরো আরো ............
অনেক অনেক অনেক ............
যতটা চাপালে তোদের সুখ;

এই চুপ! চুপ! চুপ!
মুখে শব্দ করতে হয় না ভারবাহীর।
সমস্ত সুখ তোদের হোক




ক্রয়



ক্রয়
- যাযাবর জীবন


অর্থের বিনিময়ে কেনা স্বার্থ,
আর নয়তো সম্পর্ক? পুরোটাই অনর্থ।


সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

ভালোবাসার দূরত্ব



ভালোবাসার দূরত্ব
- যাযাবর জীবন


ইদানীং হাতের মুঠোতে পৃথিবী
অক্ষাংশ দ্রাঘিমাংশ তো শুধুই দূরত্বের পরিমাপক,
দূরত্ব আর কোথায় এ দেশ থেকে ও দেশের?
আজকের পৃথিবীতে;

সকালে নাস্তা খেয়ে উড়োজাহাজ চড়তেই
বিকেলে অর্ধ গোলার্ধ পাড়ি দিয়ে তোর বাসায় রাত্রির খাবার,
কত যুগ আগেই তো মানুষ বেড়িয়ে এসেছে চাঁদ-বুড়ির ঘরে
এখন মঙ্গল ছেড়ে বৃহস্পতির বলয় পেড়িয়ে
গ্রহ থেকে গ্রহান্তরে;

অথচ মনের আড় ভেঙে পাড়ি দেয়া হয় নি
মাত্র অল্প একটু দূরত্ব, ভালোবাসার;
না তোর
না আমার;

আচ্ছা!
মন থেকে মনের দূরত্ব কত?
বলতে পারিস?

ভালোবাসা থেকে ভালোবাসার দূরত্ব কি সৌরজগৎ থেকেও বেশী?

তোর কাছে যাওয়া হয়েছে বারবার, অনেকবার;
ভালোবাসা ছোঁয়া হয় নি আমার
এখনো একবার;

তুই ছুঁতে পেরেছিস আমাকে?
ভালোবেসে।





রংবেরঙের তুই



রংবেরঙের তুই
- যাযাবর জীবন


তোকে নিয়ে গল্প আঁকতেই
মনে কলাপাতা রঙ
বুকে ভালোবাসা মুখ ফোটে না, বড্ড তোর ঢং

ঘাসের বনে কাঁটা হয়ে হয়ে
হয়েছি তোতে সবুজ
বুঝিস না কেন? ভালোবাসি তোকে, তুই বড্ড অবুঝ

লাল খাঁচার স্বপ্নগুলো সব
লবণ জলে ঝরুক
আকাশটাই না হয় মেঘ হয়ে আজ, তোর ডানায় উড়ুক

ধূসর রঙের সন্ধ্যেবেলায়
মন খারাপ তোর ভীষণ
গালে ঠোঁট ছুঁয়ে দিতেই, আমি হলাম তোর মন

কালো রঙের রাতে আসে
স্বপ্ন পরীর দল
ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতেই, চোখে কেন তোর জল?

আয়নার দিকে তাকাতেই তুই
চাঁদনি হলো রাত
বললাম তো ভালোবাসি! আমার হয়েই থাক

কাঠিন্যে ভরা পাথর বুক
চোখ সাগরে জল
বড্ড মন খারাপ বুঝি? ভালোবাসি তবে চল।




তোতে তেতে রাত



তোতে তেতে রাত
- যাযাবর জীবন


সূর্য তেতে ওঠার আগ পর্যন্তই কোমলতা
তারপর প্রতিদিন'ই তুই,
চাঁদ তেতে ওঠে মাসে একদিন
সেদিন চাঁদনিতে কাম, ভালোবাসায় তেতে;

আমি তোর তেতে ওঠার অপেক্ষায়,
অমাবস্যায়;

স্খলনের পরে সব'ই তো রাত।



তুই তরঙ্গ



তুই তরঙ্গ
- যাযাবর জীবন


কোথায় যেন বাজছে জলতরঙ্গ
কোথা থেকে যেন ভেসে আসছে হাসি
তোর ঠোঁট বেয়ে নেমে যাচ্ছে চাঁদ
জ্যোৎস্নায় ভাসতে ভাসতে মন-তরঙ্গ

খুব সহজ হারিয়ে যাওয়া,
যে কোন সময়;

তুই-তরঙ্গে।


চায়ের পেয়ালায় বৃষ্টি


চায়ের পেয়ালায় বৃষ্টি
- যাযাবর জীবন


কোন এক দিন
কোন এক ঝুম বৃষ্টির দিন
তোর কাছ থেকে চায়ের নেমন্তন্ন,

একটি মাত্র চায়ের কাপ
দুই জোড়া ঠোঁট
টুপ করে এক ফোঁটা বৃষ্টি
বৃষ্টি চুমুক চায়ের কাপে
চা টুকু তোর
ঠোঁট দুজনার
কাপটা আমার;

স্মৃতি হয়ে থাক।


পুরনো কাহাত পুরনো আমি


পুরনো কাহাত পুরনো আমি
- যাযাবর জীবন


পুরনো সব কাহাতগুলো বড্ড বেমানান হয়ে গেছে
যুগের বদলের সাথে সাথে, মানুষ অনেক বদলে গেছে!
আমি এখনো সেই আদিম কালে;

টাকায় কথা বলে?
এ তো অনেক পুরনো বুলি,
বড্ড বেমানান, চলে না এ যুগে;

নতুন যুগের নতুন বুলি -
টাকায় বদনামের ঢোলে দেয় বাড়ি
নাচে তার সাথে কিছু কুকুর কুকুরী
স্বার্থ উদ্ধার হলে।

আমি আজকাল বুঝি না ভালো মত
স্বার্থের রূপ দেখবো
না কি স্বার্থান্বেষী মানুষের?

বোঝা আর না বোঝার দ্বন্দ্বে
আমি দুঃখ উড়াই
সুখের পায়রা উড়িয়ে।



শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

মনের গন্ধ



মনের গন্ধ
- যাযাবর জীবন


তুই মনের ছন্দ

দিনে নীলাকাশ
দুপুর কড়া রোদ
বিষণ্ণ বিকেল
হেলান সন্ধ্যে
তারপর উদাস রাত
রাতে কালো রাত
মেঘে কালো মেঘ
ঝুম বৃষ্টি
তোতে মন-সোহাগ
মনে মন-সাঁতার
বুকে মনখারাপের গন্ধ

চাঁদ-কুমারী তুই কই?
জ্যোৎস্না রাত
একলা ছাঁদ
চাঁদ বৃষ্টি
ভেজা জুবজুব
জ্যোৎস্নায় চাঁদ-সোহাগ
মনে চাঁদ-সাঁতার
বুকে মনখারাপের গন্ধ

জলের তলে জল-কুমারী
ভেজা নৌকা
হাতে বৈঠা
আমি একলা
আকাশ মেঘলা
ঝুম বৃষ্টি
জলে জল-সোহাগ
তোতে জল-সাঁতার
মনে মনখারাপের গন্ধ

তুই মনের ছন্দ
তুই'ই মনের গন্ধ।

আয়নার আমি


আয়নার আমি
- যাযাবর জীবন


সুখ খুঁজতে গিয়ে খুঁড়ে ফেলি অসুখ
তারপর রাত খুঁড়ে অন্ধকার;

আয়নার আমি পুরোটাই কালো....


বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০১৭

রিপুর ভাঁজে



রিপুর ভাঁজে
- যাযাবর জীবন


ঘুম খুঁজতে খুঁজতে রাত নির্ঘুম
প্রেম খুঁড়ে বের করি ঘৃণা
মন খুঁড়ে তোকে;

সুখ কোথায় রে অচিন পাখি?
রিপুর ভাঁজে একলা আমি।



মন চুপ




মন চুপ
- যাযাবর জীবন


আজ চাঁদের রাত
চারিদিক সুনসান নিশ্চুপ
আজ মন ভাবাবেগ
আজ পাখিগুলোও চুপ

সারাদিন সূর্য ছিল বড্ড তেতে
ধুলো বালি রাস্তা
গাড়ির প্যাঁ পোঁ হর্ন
দিনমান কোলাহল
গুমোট গরম
অস্থির বিকেলের অপেক্ষা ছিল সন্ধ্যে নামার
তারপর ধাঁই করে নিভে গেলো সূর্য বাতি
ডানা মুড়ে ঘরঘুমে পাখপাখালি
চাঁদের টর্চ আকাশে জ্বলে উঠতেই সব চুপ
সুনসান চারিদিক একদম নিশ্চুপ

আর কোন কথা নয় আজ রাতে
নয় কোন কবিতার আলাপন
রংতুলি না হয় তোলা থাকুক মনের ভাঁজে
সাদা ইজেলে আজ দেখব তোর মুখ
আজ চাঁদের রাত
আজ মন চুপ।






চাঁদে ডুব





চাঁদে ডুব
- যাযাবর জীবন


দেখ আকাশে এত্তবড় চাঁদ
কি হবে ঘুমিয়ে আজ?

তারচেয়ে দুই কাপ কফি বানা
পাটি পেতে ছাঁদে চল
তারপর না হয় কফির কাপে ডুবি ঠোঁটে ঠোঁটে
অনেক দিন চুমু খাই নি চাঁদের ঠোঁটে
কে বলেছে তোর ঠোঁটেতে ডুবতে মানা?
জ্যোৎস্নার পাখা মেললেই চাঁদ পূর্ণ রমণী
যৌবনবতী চাঁদনি,
কতবার ডুবেছি চাঁদে!
চাঁদনি ভালোবেসে,
তারপর তোতে;

প্রেমিক তো সেই
চাঁদের সাথে প্রেম করেছে যে,
রমণীতে ডুবেছে কে?
যে ডুবেছে চাঁদে।


আসা যাওয়ার ভেলা



আসা যাওয়ার ভেলা
- যাযাবর জীবন


তাঁহারা আসে উহারা যায়
মন নাচে মনের নায়
জলপুকুর শ্যাওলা সবুজ
আমার কি আসে যায়!!


বোধোদয়ে কাঁচা



বোধোদয়ে কাঁচা
- যাযাবর জীবন


তুই কথায় বড্ড পাকা
আমি হৃদয়ে তেমনি কাঁচা
কথার সূত্র ধরে কখন যে প্রেম হয়ে গিয়েছিল!

বোধোদয় বন্ধুত্ব হারিয়ে।


জ্যোৎস্নার ডাক



জ্যোৎস্নার ডাক
- যাযাবর জীবন


কে ডাকে পিছু হায়
গহীন ঘন জ্যোৎস্নায়
যখন উড়িছে মেঘ কালো বক ডানায়
যখন ডুবিছে মন রাতের তমসায়।



সোমবার, ৪ সেপ্টেম্বর, ২০১৭

বিন্দু ও বৃত্তের কাহিনী




বিন্দু ও বৃত্তের কাহিনী
- যাযাবর জীবন


নীলাকাশে সাদা কালো মেঘের ভেলা
বৃত্তে ঘুরে টুকরো টুকরো মন কুয়াশা
মন আকাশে চোখের জল সাগর নীল,
প্রেম পুকুরে ছুঁড়ে দেয়া মন খারাপের ঢিল
কালো জলে টুকরো টুকরো ঢেউ এর বৃত্ত
মন পুকুরে চোখের জল শ্যাওলা সবুজ,

তুই বিন্দু হয়ে মনের ঘরে
আমি মন খারাপের বৃত্ত আঁকি তোকে ঘিরে;

অসমাপ্ত বিন্দু ও বৃত্তের কাহিনী
রাত হয়ে থাকে
তোর আমার জীবনে।






অবোধ্য অনুভূতি




অবোধ্য অনুভূতি
- যাযাবর জীবন


কানে কিছুদিন তোর কণ্ঠস্বরের অনুপস্থিতি
সুনসান বধির হয়ে রই,
চোখে কিছুদিন তোর স্বপ্নের অনুপস্থিতি
মিশমিশে অন্ধকার হয়ে রই,
যখন মেঘের আড়ালে লুকিয়ে থাকিস
আকাশ কাঁদে
যখন মনের আড়ালে লুকিয়ে থাকিস
মন কাঁদে;

তোর অনুপস্থিতি বড্ড জানান দেয় মনে
অথচ তুই ধরা ছোঁয়ার যোজন দূরে;

এ কেমন তর অনুভূতি?
আমি বুঝি না।

অবোধ্য অনুভূতিতে অষ্টপ্রহর ভিজতে থাকি আমি,
তোতে।





রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭

পশুর মনুষ্যত্ব



পশুর মনুষ্যত্ব
- যাযাবর জীবন


যখন কাওকে হাসতে দেখলে মনে খুশির ছোঁয়া লাগে
যখন কাওকে কাঁদতে দেখতে চোখ ভরে ওঠে জলে
যখন ফালানিরা ঝুলতে থাকে তাঁরের বেড়ায়
যখন রূপাদের স্থবির চোখ ভেতর থেকে কাঁদায়
যখন অনাচার অত্যাচার দেখলে মনে ক্রোধ জ্বলে উঠে
যখন মানবতা মনুষ্যত্বকে নাড়া দেয়
তখন
ঠিক তখনই
আমরা মানুষ;

আর না হলে মানুষ'তো পশুই;

কে বলেছে পশুদের অনুভূতি নেই?





শনিবার, ২ সেপ্টেম্বর, ২০১৭

বৃষ্টিপাত




বৃষ্টিপাত
- যাযাবর জীবন


যতবার তোকে লিখতে যাই
ততবার লিখে ফেলি চাঁদ
যতবার তোকে আঁকতে যাই
ততবার আঁকি চাঁদনি রাত;

মন তুইহীনা হলেই এখন চোখে অন্ধকার
আর আমায় চারিদিক থেকে ঘিরে ধরে রাত
আকাশে মেঘ থাকুক আর নাই থাকুক
তুইহীনা মনে মনখারাপের বৃষ্টিপাত।