অবোধ্য অনুভূতি
- যাযাবর জীবন
কানে কিছুদিন তোর কণ্ঠস্বরের অনুপস্থিতি
সুনসান বধির হয়ে রই,
চোখে কিছুদিন তোর স্বপ্নের অনুপস্থিতি
মিশমিশে অন্ধকার হয়ে রই,
যখন মেঘের আড়ালে লুকিয়ে থাকিস
আকাশ কাঁদে
যখন মনের আড়ালে লুকিয়ে থাকিস
মন কাঁদে;
তোর অনুপস্থিতি বড্ড জানান দেয় মনে
অথচ তুই ধরা ছোঁয়ার যোজন দূরে;
এ কেমন তর অনুভূতি?
আমি বুঝি না।
অবোধ্য অনুভূতিতে অষ্টপ্রহর ভিজতে থাকি আমি,
তোতে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন