ঘরে ফেরা পাখি
- যাযাবর জীবন
ভোরের স্বপ্ন ভাংতেই দুচোখ শিশির:
সূর্য ভাঙছে পাহাড়ে মেঘ ভেঙে
রৌদ্রের ঘ্রাণ মেখে আকাশে পাখির ডানা
আজ কাকপুকুরে ডুবিয়ে দেব অন্ধকার গল্পগুলো;
তারপর নতুন সূর্যে জীবনের নতুন হিসাব
চোখ মেলাতে হবে তোর সাথে চোখ মেলে
মন তো সেই কবেই মিলেমিশে একাকার তোর মনে,
ঘরে ফেরা পাখি ঘরেই ফেরে
মাঝে এদিক ওদিক অল্পকিছু ডানা ঝাপটানো, পথ ভুলে;
অন্ধকার জীবনের গোপন পাণ্ডুলিপিগুলো কবর দেয়া হয়
মনের ঘরে,
হরহামেশাই, খুব গোপনে;
আমার
তোর
তার ও তার
আমাদের সবার।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন