শুক্রবার, ৮ সেপ্টেম্বর, ২০১৭

মনের গন্ধ



মনের গন্ধ
- যাযাবর জীবন


তুই মনের ছন্দ

দিনে নীলাকাশ
দুপুর কড়া রোদ
বিষণ্ণ বিকেল
হেলান সন্ধ্যে
তারপর উদাস রাত
রাতে কালো রাত
মেঘে কালো মেঘ
ঝুম বৃষ্টি
তোতে মন-সোহাগ
মনে মন-সাঁতার
বুকে মনখারাপের গন্ধ

চাঁদ-কুমারী তুই কই?
জ্যোৎস্না রাত
একলা ছাঁদ
চাঁদ বৃষ্টি
ভেজা জুবজুব
জ্যোৎস্নায় চাঁদ-সোহাগ
মনে চাঁদ-সাঁতার
বুকে মনখারাপের গন্ধ

জলের তলে জল-কুমারী
ভেজা নৌকা
হাতে বৈঠা
আমি একলা
আকাশ মেঘলা
ঝুম বৃষ্টি
জলে জল-সোহাগ
তোতে জল-সাঁতার
মনে মনখারাপের গন্ধ

তুই মনের ছন্দ
তুই'ই মনের গন্ধ।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন