মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

মন খারাপের ঢেউ



মন খারাপের ঢেউ
- যাযাবর জীবন


এগোতে যেতে যেতে ঢেউ
নামতে নামতে ভাঁটা
না পৌঁছানো হয়েছে তোতে
না নামতে পেরেছি তোতে;

সাগরে শুধু শুধুই অবিরত মন খারাপ
আর ভালোবাসার ঢেউ
দিনে আর রাতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন