মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

তুই আর আমি



তুই আর আমি
- যাযাবর জীবন


মন পুকুরে টুকরো টুকরো ঘাস
তোকে দেখায় দূর্বা গজিয়েছিল ভালোবাসার ডানায়
প্রথম দেখতেই আমি সবুজ
বন্য ভালোবাসায়

মন আকাশে টুকরো টুকরো মেঘ
নীলের মাঝে সাদা কালোর ছোপ
মন ঠিক তাই
আলো আর আঁধার

মন সাগরে টুকরো টুকরো তুই
ভীষণ লাল
কখন যে হৃদয় কেটে দিয়েছিস
জানতেই পারি নি

এখন রাত হই দিনে
সূর্যে খুঁজি চাঁদনি
এ কেমন তর প্রেম?
তুই আর আমি।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন