সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

তোতে তেতে রাত



তোতে তেতে রাত
- যাযাবর জীবন


সূর্য তেতে ওঠার আগ পর্যন্তই কোমলতা
তারপর প্রতিদিন'ই তুই,
চাঁদ তেতে ওঠে মাসে একদিন
সেদিন চাঁদনিতে কাম, ভালোবাসায় তেতে;

আমি তোর তেতে ওঠার অপেক্ষায়,
অমাবস্যায়;

স্খলনের পরে সব'ই তো রাত।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন