রংবেরঙের তুই
- যাযাবর জীবন
তোকে নিয়ে গল্প আঁকতেই
মনে কলাপাতা রঙ
বুকে ভালোবাসা মুখ ফোটে না, বড্ড তোর ঢং
ঘাসের বনে কাঁটা হয়ে হয়ে
হয়েছি তোতে সবুজ
বুঝিস না কেন? ভালোবাসি তোকে, তুই বড্ড অবুঝ
লাল খাঁচার স্বপ্নগুলো সব
লবণ জলে ঝরুক
আকাশটাই না হয় মেঘ হয়ে আজ, তোর ডানায় উড়ুক
ধূসর রঙের সন্ধ্যেবেলায়
মন খারাপ তোর ভীষণ
গালে ঠোঁট ছুঁয়ে দিতেই, আমি হলাম তোর মন
কালো রঙের রাতে আসে
স্বপ্ন পরীর দল
ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিতেই, চোখে কেন তোর জল?
আয়নার দিকে তাকাতেই তুই
চাঁদনি হলো রাত
বললাম তো ভালোবাসি! আমার হয়েই থাক
কাঠিন্যে ভরা পাথর বুক
চোখ সাগরে জল
বড্ড মন খারাপ বুঝি? ভালোবাসি তবে চল।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন