বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

কান্না মেয়ে



কান্না মেয়ে
- যাযাবর জীবন


একটা মেয়ে, দিনমান সূর্য
দুপুর রৌদ্দুর মন তাপ দাহ
একটা মেয়ে রাতের জ্যোৎস্না
দেখে সবাই, বোঝে না তারে কেহ

একটা মেয়ে, আকাশে বিজলির চমক
রঙে রঙিন গা, মনে ঢঙের ঠমক

একটা মেয়ে, সারাদিন ইনায় বিনায়
যারে তার লাগে ভালো তার পথ চায়

একটা মেয়ে, মোবাইল ক্যামেরা হাত
সেলফিও বিরক্ত, ফেসবুকে দিনরাত

একটা মেয়ে, মন বারোমাস ষড়ঋতু
হয়তো কারো জীবনে ফুল ফোঁটার হেতু

একটা মেয়ে, অকারণ মন মেঘ
যখন তখন মন বদলে ঝড়ের বেগ

একটা মেয়ে, সারাক্ষণই অস্থির
মুখে কথার খৈ, মনে অলীক স্বপ্নের ভীর

একটা মেয়ে, হয়তো আজ তার কোন বিশেষ দিন
কেও বলে না ডেকে, কি রে! কেমন কাটছে তোর দিন?
বড্ড একাকীত্বে সারাদিন অপেক্ষায় যায় কেটে কেটে
সুধায় না কেও, ওগো ও মেয়ে! কান্না কেন রে তোর দুচোখে?



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন