বুধবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৭

মনবাড়ি'তে বৃষ্টি



মনবাড়ি'তে বৃষ্টি
- যাযাবর জীবন


কিছু আলো দিনে
কিছু মনে
বাকীটা অন্ধকারে

এক একটা খেয়ালী বাতাস
যখন তখন সূর্য হয়
যখন তখন চাঁদ
যখন তখন মন খারাপ

ইদানীং খালি চোখে যা কিছু ছায়া ছায়া
মন চোখে বড্ড অচেনা
ভেতর আর বাইরের হিসেব মেলে না

এই যে শ্রাবণ, এত এত বৃষ্টি হয়ে গেলো
বন্যায় ভেসে গেলো চারিদিক
নোনা জল কমলো কি?
চোখে
কিংবা সাগরে

আমি অন্ধকার দেখেছি দিনে
অন্ধকার দেখেছি মনে
এর
ওর
তার
আমার
সবার

এখন আর খেয়ালি বাতাস কাঁদায় না
অন্ধকার ভাবায় না
পাহাড় দেখতে দেখতে পাথর হয়েছি

কালো যতই হাসতে হাসতে খুন করে যাক
আমি ক্ষয়ে যাওয়া দাঁতে হাসি ধরে রাখি
আর লবণ সয়ে যাই চোখে

আজ আকাশটা বড্ড ছায়া ছায়া
বৃষ্টি হবে কি?
মনবাড়ি'তে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন