সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

চায়ের পেয়ালায় বৃষ্টি


চায়ের পেয়ালায় বৃষ্টি
- যাযাবর জীবন


কোন এক দিন
কোন এক ঝুম বৃষ্টির দিন
তোর কাছ থেকে চায়ের নেমন্তন্ন,

একটি মাত্র চায়ের কাপ
দুই জোড়া ঠোঁট
টুপ করে এক ফোঁটা বৃষ্টি
বৃষ্টি চুমুক চায়ের কাপে
চা টুকু তোর
ঠোঁট দুজনার
কাপটা আমার;

স্মৃতি হয়ে থাক।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন