মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

পাহাড়ের মন



পাহাড়ের মন
- যাযাবর জীবন


পাহাড় নগরীতে সারাদিন;
কখনো রোদ কখনো অভিমান
কখনো মেঘ কখনো কান্না,
ঠিক যেন পাহাড়ে তুই

আমি ভিজছিলাম পাহাড়ে
মেঘে, রোদে ও তোতে;
আচ্ছা! পাহাড়ের কি মন আছে?
কিংবা তোর?


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন