মায়ার কান্না
- যাযাবর জীবন
ইদানীং ঘুমন্ত আগ্নেয়গিরিতেও নাকি লাভা উদ্গিরণ
বড্ড বদলে গেছে প্রকৃতি
বদলে গেছে আবহাওয়া
তুই আসার পর থেকেই বদলে গেছে জীবন
আজকাল ঘরে বাইরে গনগনে আগুন
ফুসফুসে বিষাক্ত বাতাস
মাথার ওপর না হয় নাই থাকলো ছাদ
মন মশারিতে উঁকি চাঁদ,
ধ্যাত!
অমাবস্যায় জ্যোৎস্নার কৌতুক
কেওড় এঁটেছি মন ঘরে;
ভালোবাসা, তুমি দূরে থাকো।
মায়া!
বড্ড কাঁদায়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন