মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

মন সোহাগী তুই


মন সোহাগী তুই
- যাযাবর জীবন


তুই সোহাগী মন রে আমার
মন সোহাগী তুই
তোরে ছাড়া বড্ড আমি
একা হয়ে রই

মনের চোখের আয়না খুলে
তোকে দেখতে রই
বুকের খাঁচার আলমারির
প্রতি তাকেই তুই


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন