রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০১৭

পশুর মনুষ্যত্ব



পশুর মনুষ্যত্ব
- যাযাবর জীবন


যখন কাওকে হাসতে দেখলে মনে খুশির ছোঁয়া লাগে
যখন কাওকে কাঁদতে দেখতে চোখ ভরে ওঠে জলে
যখন ফালানিরা ঝুলতে থাকে তাঁরের বেড়ায়
যখন রূপাদের স্থবির চোখ ভেতর থেকে কাঁদায়
যখন অনাচার অত্যাচার দেখলে মনে ক্রোধ জ্বলে উঠে
যখন মানবতা মনুষ্যত্বকে নাড়া দেয়
তখন
ঠিক তখনই
আমরা মানুষ;

আর না হলে মানুষ'তো পশুই;

কে বলেছে পশুদের অনুভূতি নেই?





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন