ভালোবাসার দূরত্ব
- যাযাবর জীবন
ইদানীং হাতের মুঠোতে পৃথিবী
অক্ষাংশ দ্রাঘিমাংশ তো শুধুই দূরত্বের পরিমাপক,
দূরত্ব আর কোথায় এ দেশ থেকে ও দেশের?
আজকের পৃথিবীতে;
সকালে নাস্তা খেয়ে উড়োজাহাজ চড়তেই
বিকেলে অর্ধ গোলার্ধ পাড়ি দিয়ে তোর বাসায় রাত্রির খাবার,
কত যুগ আগেই তো মানুষ বেড়িয়ে এসেছে চাঁদ-বুড়ির ঘরে
এখন মঙ্গল ছেড়ে বৃহস্পতির বলয় পেড়িয়ে
গ্রহ থেকে গ্রহান্তরে;
অথচ মনের আড় ভেঙে পাড়ি দেয়া হয় নি
মাত্র অল্প একটু দূরত্ব, ভালোবাসার;
না তোর
না আমার;
আচ্ছা!
মন থেকে মনের দূরত্ব কত?
বলতে পারিস?
ভালোবাসা থেকে ভালোবাসার দূরত্ব কি সৌরজগৎ থেকেও বেশী?
তোর কাছে যাওয়া হয়েছে বারবার, অনেকবার;
ভালোবাসা ছোঁয়া হয় নি আমার
এখনো একবার;
তুই ছুঁতে পেরেছিস আমাকে?
ভালোবেসে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন