মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

ভারবাহী


ভারবাহী
- যাযাবর জীবন


নুয়ে তো পড়েছি সেই কবেই
বোঝা কি তবুও কমে?
সংসারের
জীবনের
প্রয়োজনের;

এই সবুজ মাঠ
এই শস্যক্ষেত
এই খাদ্য দানা
সবই তোদের জন্য,
আমি বইতে পারব আরো আরো আরো ............
অনেক অনেক অনেক ............
যতটা চাপালে তোদের সুখ;

এই চুপ! চুপ! চুপ!
মুখে শব্দ করতে হয় না ভারবাহীর।
সমস্ত সুখ তোদের হোক




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন