অনির্দিষ্ট ভাবনা
- যাযাবর জীবন
মনের গোপন ঘর
অনির্দিষ্ট কিছু ভাবনা
হঠাৎ, খুব হঠাৎ করেই ঝড়ের নৃত্য
ওলোট পালট আমি
ওলোট পালট মন
ওলোট পালট জীবন
রাতের ভেতর রাত
অন্ধকারের ভেতর অন্ধকার
কালোর থেকেও কালো
আর চেতনার অথৈ এ ডুবতে থাকা আমি,
এই যাহ্!
মন খারাপ করে দিলাম তোর
তুই কবিতা পরিস কাব্যরসে
আমি ক্রমাগত মেঘ আঁকি তোর আকাশে
এবার থেকে ঠিক আড়াল হব
ঐ যে আয়না দেখছিস
তার পেছনে;
কে দেখবে, কি আছে পারদের ওপারে?
তুই শুধুই সৌন্দর্য দেখবি
সূর্য জ্বেলে
জ্যোৎস্না ঢেলে;
আমি তো কবেই নিভে গিয়েছি
পারদের ওপারে
অনির্দিষ্ট ভাবনাগুলো বড্ড যন্ত্রণা দেয়,
কবিতা হলে;
আর তুই, মনে এলে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন