পাহাড়ে সকাল
- যাযাবর জীবন
পাহাড়ে সকাল
সুনসান নিস্তব্ধতা
আড়মোড়া ভাঙছিল রোদ
আমি পাহাড়ের ভাঁজ ভাঙা খাঁজে,
বড্ড কষ্ট হচ্ছিলো পথ বাইতে;
কই, সেদিন তো একটুও কষ্ট হয় নি
পাড়ি দিতে চড়াই উতরাই,
তোর বুকের ভাঁজে;
উঁহু
আর বাইব না পাহাড়
তুইহীনা
একা একা
মন খারাপ করে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন