চাঁদে ডুব
- যাযাবর জীবন
দেখ আকাশে এত্তবড় চাঁদ
কি হবে ঘুমিয়ে আজ?
তারচেয়ে দুই কাপ কফি বানা
পাটি পেতে ছাঁদে চল
তারপর না হয় কফির কাপে ডুবি ঠোঁটে ঠোঁটে
অনেক দিন চুমু খাই নি চাঁদের ঠোঁটে
কে বলেছে তোর ঠোঁটেতে ডুবতে মানা?
জ্যোৎস্নার পাখা মেললেই চাঁদ পূর্ণ রমণী
যৌবনবতী চাঁদনি,
কতবার ডুবেছি চাঁদে!
চাঁদনি ভালোবেসে,
তারপর তোতে;
প্রেমিক তো সেই
চাঁদের সাথে প্রেম করেছে যে,
রমণীতে ডুবেছে কে?
যে ডুবেছে চাঁদে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন