বিন্দু ও বৃত্তের কাহিনী
- যাযাবর জীবন
নীলাকাশে সাদা কালো মেঘের ভেলা
বৃত্তে ঘুরে টুকরো টুকরো মন কুয়াশা
মন আকাশে চোখের জল সাগর নীল,
প্রেম পুকুরে ছুঁড়ে দেয়া মন খারাপের ঢিল
কালো জলে টুকরো টুকরো ঢেউ এর বৃত্ত
মন পুকুরে চোখের জল শ্যাওলা সবুজ,
তুই বিন্দু হয়ে মনের ঘরে
আমি মন খারাপের বৃত্ত আঁকি তোকে ঘিরে;
অসমাপ্ত বিন্দু ও বৃত্তের কাহিনী
রাত হয়ে থাকে
তোর আমার জীবনে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন