মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

হিবিজিবি পুরনো লেখা


হিবিজিবি পুরনো লেখা
- যাযাবর জীবন


একদিন থেমে যাবে হাত
একসময় লিখবে না কলম
একদিন পাথর চোখ
বধির শ্রবণ
একদিন নিথর দেহ হাসব দূর দেশে
সেদিন অশ্রুজল, তোর দুচোখে;

মাঝে মাঝে পুরনো খাতা খুলে
দেখিস সব লেখা
তোকে নিয়ে হিবিজিবি আঁকা
মনের যত কথা।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন