সোমবার, ১১ সেপ্টেম্বর, ২০১৭

পুরনো কাহাত পুরনো আমি


পুরনো কাহাত পুরনো আমি
- যাযাবর জীবন


পুরনো সব কাহাতগুলো বড্ড বেমানান হয়ে গেছে
যুগের বদলের সাথে সাথে, মানুষ অনেক বদলে গেছে!
আমি এখনো সেই আদিম কালে;

টাকায় কথা বলে?
এ তো অনেক পুরনো বুলি,
বড্ড বেমানান, চলে না এ যুগে;

নতুন যুগের নতুন বুলি -
টাকায় বদনামের ঢোলে দেয় বাড়ি
নাচে তার সাথে কিছু কুকুর কুকুরী
স্বার্থ উদ্ধার হলে।

আমি আজকাল বুঝি না ভালো মত
স্বার্থের রূপ দেখবো
না কি স্বার্থান্বেষী মানুষের?

বোঝা আর না বোঝার দ্বন্দ্বে
আমি দুঃখ উড়াই
সুখের পায়রা উড়িয়ে।



কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন