মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৭

জড়াজড়ি অন্ধকার



জড়াজড়ি অন্ধকার
- যাযাবর জীবন


ভোর জড়িয়ে থাকে কুয়াশার ভাজে
সকাল জড়িয়ে রয় সূর্যের সাথে
বিকেল জড়ায় এলোমেলো দুপুর রোদে
সন্ধ্যে জড়ায় ঘরে ফেরা পাখির ডানায়;

আমি রাতের অপেক্ষায়,
অন্ধকারে জড়িয়ে যেতে তোতে।


কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন