সম্পর্কের সাতকাহন
- যাযাবর জীবন
সম্পর্কগুলো বড্ড খিটমিটে
বিশেষ করে সাংসারিক
আরো নির্দিষ্ট করে নারী কেন্দ্রিক;
আমার মা তোমার মা তার মা ওর মা
আমার স্ত্রী তোমার স্ত্রী তার স্ত্রী ওর স্ত্রী
আমার বোন তোমার বোন তার বোন ওর বোন
আমার মেয়ে তোমার মেয়ে তার মেয়ে ওর মেয়ে
এরা শুধুমাত্র সংসার করে
কারো সাথে কারো নাই বন্ধন
একমাত্র মা-মেয়ের মিল আছে
আর বাকি কেও কারো নয় আপন;
আমার দাদীর বনে নি আমার বাবার দাদীর সাথে
আমার মার বনে নি আমার দাদীর সাথে
আমার বোনের বনে নি তার শাশুড়ির সাথে
আমার মেয়ের বনে নি তার শাশুড়ির সাথে
অথচ এদের সবাইকে নিয়েই পারিবারিক বন্ধন;
জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রতিটা মেয়ের ক্ষেত্রেই একমাত্র মায়ের বাড়ি আপন
মামা মামী চাচা চাচী খালা খালু ফুপু ফুপা
তাঁদের সন্তান
তাঁদের সন্তানের ঘরের সন্তান
আপন ভাইবোন
তাঁদের ছেলেমেয়ে
তাঁদের ছেলেমেয়ের ঘরের ছেলেমেয়ে
মায়ের বাড়ির প্রত্যেকেই প্রতিটা মেয়ের আপন,
আমার মা তোমার মা তার মা ওর মা
আমার স্ত্রী তোমার স্ত্রী তার স্ত্রী ওর স্ত্রী
আমার বোন তোমার বোন তার বোন ওর বোন
আমার মেয়ে তোমার মেয়ে তার মেয়ে ওর মেয়ে
প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য সারাটা জীবন;
অথচ একটা মেয়েরা জীবনের সিংহভাগ সময় কাটে শ্বশুর বাড়িতে
শাশুড়ি ননদ দেবর জা
প্রতিটা সম্পর্কের সাথে লড়ে লড়ে
সারাটা জীবন
এদের কাছে শুধুমাত্র স্বামী সন্তান আপন,
আমার মা তোমার মা তার মা ওর মা
আমার স্ত্রী তোমার স্ত্রী তার স্ত্রী ওর স্ত্রী
আমার বোন তোমার বোন তার বোন ওর বোন
আমার মেয়ে তোমার মেয়ে তার মেয়ে ওর মেয়ে
প্রত্যেকের ক্ষেত্রেই প্রযোজ্য সারাটা জীবন;
আমার মা কারো কন্যা
তার মায়ের সাথে চরম বনিবনা
অথচ শাশুড়ি ননদের সাথে দা কুমড়া,
আমার স্ত্রী কারো কন্যা
তার মায়ের সাথে চরম বনিবনা
অথচ আমার মা বোনের সাথে দা কুমড়া,
আমার পুত্রবধূ কারো কন্যা
তার মায়ের সাথে চরম বনিবনা
অথচ আমার স্ত্রীর আর মেয়ের সাথে দা কুমড়া,
আমার বোন আমার মায়ের কন্যা
আমার মায়ের সাথে চরম বনিবনা
অথচ তার শাশুড়ি ননদের সাথে দা কুমড়া,
আমার বাবা তোমার বাবা তার বাবা ওর বাবা
আমার তোমার তার ওর বাবার বাবা
আমি তুমি সে ও
আমার ছেলে তোমার ছেলে তার ছেলে ওর ছেলে
আমার তোমার তার ওর ছেলের ছেলে
প্রত্যেকটা পুরুষই ভুক্তভোগী
যার যার মা ও স্ত্রীর নিত্য খিটিমিটিতে
যার যার সংসার জীবনে,
অথচ আমার তোমার ওর তার সংসারে
প্রতিটা নারীই আমাদের একান্ত আপন,
আমার দাদি
আমার মা
আমার স্ত্রী
আমার মেয়ে
আমার বোন
প্রতিদিন লড়ে যাচ্ছে নিজেদের মধ্যে
গলা ছেড়ে
কিংবা ঠাণ্ডা লড়াইয়ে,
আর যুগ যুগ এভাবেই চলে আসছে আমাদের
প্রতিটা পরিবারের সাংসারিক সম্পর্কের সাতকাহন;
একটি মেয়েও কি বলতে পারবে আমি শ্বশুর বাড়ি নিয়ে খুশি?
একজন পুত্রবধূও কি বলতে পারবে শাশুড়ির সাথে খুব ভালো সম্পর্ক!
একজন শাশুড়িও কি বলতে পারবে তার পুত্রবধূই শ্রেষ্ঠ!
যদি বলতে পারে তবে আমি বলব
একবার আয়নার সামনে দাঁড়াও
তারপর জোড় গলায় আয়নার প্রতিচ্ছবি'কে সত্যি কথা বলো;
ও কি?
আয়নাটা থেকে প্রতিচ্ছবি কোথায় উধাও হয়েছে?
আসলে নিজেকে মিথ্যা বলা যায় না,
কোথায় আমাদের পারিবারিক বন্ধন?