রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

অন্ধকারটাই সত্য




অন্ধকারটাই সত্য
- যাযাবর জীবন


একদিন ভাবতাম তুই আমার
একদিন জানলাম কেও আমার নয়
একদিন ভাবতাম স্বপ্ন সত্যি হয়
একদিন জানলাম কেও কারো নয়
একদিন ভাবতাম ভালোবাসাই সব
একদিন দেখলাম আমারই প্রেমের শব
একদিন মনে হতো সম্পর্ক সবচেয়ে আপন
একদিন বুঝলাম টাকার থেকে আপন কেও নয়
একদিন মনে হতো কেও তো আছে!
একদিন জানলাম কেও মানেই টাকা
যেদিন থেকে পকেট গড়ের মাঠ
সেদিন জানলাম সব সম্পর্কই ফাঁকা........

রাতের আকাশের দিকে তাকিয়ে দেখ!
অন্ধকারটাই সত্য
জীবনের মত।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন