নগ্নতায় কি ভালোবাসা আছে
- যাযাবর জীবন
আমার পূর্বের তেমন কোন স্মৃতি নেই,
শুধু ফাঁকা মাথায় তুইভরা অবশ বিবশ একটা অনুভব;
মাঝে মাঝে খুব হঠাৎ হঠাৎই একটি দুটি স্মৃতির আয়না চোখের সামনে,
তখনই, ঠিক তখনই খুব অসহ্য হয়ে উঠি
চোখের সাথে কথা বলি, তোকে খুঁজি
কানের সাথে কথা বলি, তোর শব্দ শুনতে চাই
মনের সাথে কথা বলি
কোথাও তুই নাই;
যখন খুব গরম ছোটে, তোরা বলিস গ্রীষ্মকাল
আমার একটু একটু মনে পড়ে প্যাচপ্যাচে ঘামে ভেজা দুটো শরীর
আর তুই লেপ্টে আছিস আমার বুকে,
আচ্ছা! নগ্নতায় কি ভালোবাসা আছে?
যখন খুব শীত অনুভব, তোরা বলিস শীতকাল
আমার একটু একটু মনে পড়ে লেপের তলায় নগ্ন দুটো শরীর
ওম নিচ্ছে দুজন দুজনে
আচ্ছা! নগ্নতায় কি ভালোবাসা আছে?
যখন ঝুমঝুমান্তি বৃষ্টি, তোরা বলিস বর্ষাকাল
আমার মনে পড়ে ছাদের ওপর কাকভেজা দুটো শরীর
হাসছে, খেলছে, নাচছে, তারপর দুজনার নগ্ন শরীরেও বৃষ্টি নামছে
আচ্ছা! নগ্নতায় কি ভালোবাসা আছে?
আমি শরীর বুঝি না
কাম বুঝি না
প্রেম বুঝি না
বুঝি শুধু তোকে,
যখনই তোর কথা মনে পড়ে
ইচ্ছে করে ওমে ওমে ভিজে যাই তোতে;
আচ্ছা!
একে কি ভালোবাসা বলে?

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন