শুদ্ধ ব্যাকরণ
- যাযাবর জীবন
প্রায়শই আঙুলটা তুলি
এর দিকে
ওর দিকে
তার দিকে
তোর দিকে,
অকারণে দোষ ধরতে;
কখনো খেয়াল করে দেখাই হয় নি
তিনটা আঙুল ঈশারা করে আছে আমারই দিকে,
বৃদ্ধাঙ্গুলি কখনো আকাশের দোষ ধরে কখনো মাটির
জীবনের সকল ভুল ব্যাকরণ আঙুলের ভুল ইশারাতে
আর কানফাটা ভাঙনের শব্দ
বিশ্বাসের
সম্পর্কের
জীবনের;
ইশশ!
সেদিন তোর দিকে আঙুল তোলার আগে আয়নায় তাকালে
আজ জীবনটা বড্ড অন্যরকম হতো রে!
তোর একটা ভুল ধরে দিতে গিয়ে আমি নিজেকে শুধরে নিতে পারতাম অন্তত তিনবার;
কানে তালা লাগাতো না ভাঙনের শব্দ;
একবার খুব শুদ্ধ হতে ইচ্ছে করে জীবন গড়নে,
একবার জীবনের শুদ্ধ ব্যাকরণ শিখতে ইচ্ছে করে শুদ্ধ আঙুলি হেলনে।


কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন