চল পেছন থেকে একবার আয়না দেখি
- যাযাবর জীবন
ভুল থেকেই মানুষ নাকি শিক্ষা লাভ করে
অথচ আমরা ক্রমাগত ভুলটাই শিখছি;
সমস্যার মূল হচ্ছে
আমরা ভুল স্বীকার করি না,
বরং খুব বিরক্ত হই কেও আমাদের ভুল ধরিয়ে দিলে;
অথচ আমরা নিজেরা কি করি?
অন্যের ভুল ধরার জন্য মুখিয়ে থাকি
ছিদ্রাহ্নেষণে আমাদের জুড়ি মেলা ভার
আয়নায় কিন্তু পেছনটাও দেখা যায়
তবে সখ করে কে আর নিজের পেছনের বিশাল গর্তটা দেখতে চায়?
ইচ্ছাকৃত তাকানো হয় না আয়নায়
কখনো হঠাৎ চোখ পড়ে গেলে চট করে আকাশ দেখি;
মজার ব্যাপার কি জানো?
জীবনে যখনই কিছু ভুল করেছি
কিছু না কিছু শিখেছি,
হোক নিজে নিজে ভুল করে
কিংবা কেও ধরিয়ে দিলে;
ছিদ্রাহ্নেষণে কি নিজের ছিদ্র বুজে যায়?
ভুলের সমাধিতে অবগাহন আর কতকাল?
চল পেছন থেকে একবার আয়না দেখি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন