সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

একার জীবন



একার জীবন
- যাযাবর জীবন


একদিন তুই ছিলি
একদিন আমি
আর আমাদের মাঝে অনেক অনেক ভালোবাসা;

ভালোবাসার মাঠে ফসল হয়
ভালোবাসার গাছে ফল ধরে,
তারপর গোলা ভরা ধান
ঝুড়ি ভরা ফল
সন্তান সন্ততি
সংসার
জীবন আনন্দময়;

তারপর একদিন ঝড় ওঠে
একদিন খুব শিলাবৃষ্টি
ফসলের মাঠ পানিতে সয়লাব
ফলগুলোতে শিলার আঘাত
জীবন চলার পথে অর্থের পদাঘাত
কোথায় কোথায় জানি স্বার্থের আঘাত;
কার জীবনে উত্থান পতন নেই?
তাই বলে কি বাবা মাকে এতটাই দূরত্বে দিতে হয়?
বৃদ্ধাশ্রম আজকালকার ঘরে ঘরের পরিণয়;

আমাদের জীবনে আসলে কেও নেই
এখন শুধুই তুই আর আমি
অর্থ আর স্বার্থের টানাপোড়নে বাকি সবাই পর
তাও তো একসাথে আছি এটাই বা কম কিসে?
না হয় খুব সাধারণ এক বৃদ্ধাশ্রমের আবাসে;

একটা কথা বলি শোন,
এখন আমি ছাড়া সংসারে আর সবাই'কে ভুলে যা
তবেই পুরনো স্মৃতি তোকে আর কাঁদাবে না;
আর যেদিন আমিও থাকবো না সেদিন ভেবে নিস
তোর আপন কেও ছিলোই না;

মানুষ একা আসে
একাই যায়
মাঝখানে স্বামী-স্ত্রীর হাত ধরাধরির অনুভূতি
আর মন ছোঁয়াছুঁয়ির অনুভব,
তারপর আবার একার জীবন
মাটি হওয়া পর্যন্ত।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন