শরীর কেন্দ্রিক সম্পর্ক
- যাযাবর জীবন
আজকাল সম্পর্কগুলো বড্ড কেমন যেন!
নামে তো সম্পর্ক, গভীরতা কোথায়?
নাকি নর আর নারী শুধুই কামের কাঙাল?
সম্পর্কের এ কেমন দিনকাল?
বাচ্চা বাচ্চা স্কুল পড়ুয়া ছেলেমেয়েগুলো
ওদের তো খেলার বয়স
দৌড়াদৌড়ি হৈ চৈ কোথায়?
সারাদিন দেখি মোবাইল যন্ত্রের ভেতরে বসবাস
বয়সে প্রাপ্ততা আসতে যতই দেরী থাক না কেন
বন্ধুত্বে কিংবা ক্লাসের সঙ্গী সাথীতে চারিদিকে নগ্নতা বিলাস
আজকাল ভার্জিনিটি যেন ডিকশনারিতে
প্র্যাক্টিক্যালেই এদের যত বিশ্বাস;
এরা যতটা সামনা সামনি
নেটে তার থেকে অনেক অনেকগুণ বেশী
ভার্চুয়াল সম্পর্কের শুরুতেই কাপড় খোলা
ফ্যাশন হয়েছে দাঁড়িয়েছে নগ্নতা,
আর ভার্চুয়াল সম্পর্ক?
সে তো আরো জগাখিচুড়ি
হাত কাটাকুটি থেকে নিয়ে আত্মহত্যা
নিত্য নৈমিত্তিক ভার্চুয়াল সম্পর্কের অবস্থা;
এদের আর কি বলব!
আজকালকার স্বামী স্ত্রী
কে যে কার স্বামী আর কে যে কার স্ত্রী!
এর সাথে ওর
তার সাথে তার শুধুই শারীরিক জড়াজড়ি;
আজকাল তো কখনো কখনো নারী নিজেই জানে না
বাচ্চাটা কার ঔরস্য
চারিদিকে এত এত আনন্দ, এত এত সম্পর্ক
কখন যে কিভাবে, কার সাথে কি করতে গিয়ে
কি হতে কি হয়ে গেলো?
ফলশ্রুতি নারীর পেটে এক দলা মাংসপিণ্ড
কার ঔরসজাত?
কার ঔরস্য?
কি আজব! তাই না?
আজকালকার শরীর কেন্দ্রিক সম্পর্ক।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন