অন্ধকারের জোনাক পোকা! কতটুকুই তোর আলো!
- যাযাবর জীবন
জোনাক জোনাক কোথায় তুই
কোথায় জ্বালিস আলো?
অন্ধকারে দেখতে তোকে
অন্য রকম ভালো;
জোনাক জোনাক পোড়াস তুই
জ্বালা জ্বালা বুক
ভালোবাসায় আগুন দিতে
অনেক বুঝি সুখ?
ভালোবাসার কচু বুঝিস
জ্বলিস নিজের আলোয়
একবার আমায় ভালোবেসেই দেখ
অন্ধকারের কালোয়;
অন্ধকারের জোনাক পোকা
কতটুকুই তোর আলো!
একটাবার ভালোবেসেই দেখ
পুড়তেও লাগে ভালো।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন