যাবি আমার সাথে?
- যাযাবর জীবন
বুকের ভেতর অরণ্য
মন তো জংলী হতেই পারে
বুকের খাঁচায় পশু
আমিতো মাংসাশী হতেই পারি;
ঘি ঢালতে জুড়ি নেই নারীর
কামনার আগুনে
কেন পশুত্ব জাগাস
বারবার প্রলোভনে ;
তার থেকে আকাশ অনেক নীল
শান্তি শান্তি
সাগরটাও বড্ড নীল
জুড়ি নেই ভেজাতে,
আয়, একবার ডুব দিয়ে যা আমার ভেতর
ভালোবাসার অবগাহনে;
চল একবার উড়ি একসাথে নীল নীলে
চল একবার ডুবি একসাথে নীল নীলে
আকাশ ডাকছে
ডাকছে সাগর
যাবি আমার সাথে?
নীল মাখতে নীলে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন