রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

দুজনে দুজনে, মনে মনে



দুজনে দুজনে, মনে মনে
- যাযাবর জীবন


মন থাকলে যে কারো সাথে
যে কোন সময়
যে কোন কারণে
প্রেমে তো পড়াই যায়,
ইচ্ছে করলেই কি প্রেম করা যায়?
প্রেম হয় দুজনে
প্রেমে পড়ে দুজনে, মনে মনে;

ইচ্ছে করলেই কি ভালোবাসা যায়?
ভালোবাসতে হলে দুজন লাগে
ভালোবাসতে হলে দুটো মন লাগে
ভালোবাসতে হলে দুটো মনের এক হতে হয়
তবেই না ভালোবাসা হয়;

আমি কতবার প্রেমে পড়েছি রাতের
কত কত ভালোবেসেছি চাঁদনি
কতবার মন দিয়েছি বৃষ্টিকে
সবই একতরফা
আমার মনের অভিলাষ
কেও তারা বলে নি আমার সাথে প্রেম কর
আমাকে ভালোবাস;

ইচ্ছে হলেই মনে ভালোবাসা আসে
সেটা কি ভালোবাসা হয়?
ভালোবাসতে হলে দুজন লাগে
দুপক্ষের ভালোলাগাতেই না ভালোবাসা হয়;

আমার একতরফা প্রেমে তোর কি আসে যায়?
আমার একতরফা ভালোবাসা স্বপ্নেই রয়ে যায়,
তুই তখন অন্য কোনো খানে
তুই তখন অন্য কারো সনে,
ভালোবাসা পোড়ায়।





কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন