রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

মিসামিসি



মিসামিসি
- যাযাবর জীবন


তুই মাঝে মাঝে নেটে চিঠির ঢিল মারিস
মাঝে মাঝে ম্যাসেঞ্জারে মাঝে মাঝে এস এম এস এ মিসের ঢিল,
মাঝে মাঝে তো হুটহাট ফোন করে বলেই ফেলিস
খুব মিস করছিস আমায়;
আরে বোকা আমিও কি মিস করি না তোকে?
শুধু তোর মত দিনে রাতে, চাঁদে সূর্যে বলতে পারি না,
মনের কথা কি সবাই বলতে পারে?

আজকাল প্রায়শই ঘুম হয় না রাতে
একসময় ঘুমের বড়ি খেতাম মুঠো মুঠো
এখন ওগুলো ছেড়ে দিয়েছি,
ঘুম না এলে তোর কথা ভাবতে থাকি
কখনো ভাবতে ভাবতে অজান্তেই ঘুমিয়ে পড়ি
কখনো তুই স্বপ্নে আসিস, ভালোবাসিস
কখনো বা ভোরের পাখির কিচিরমিচির শুনি
কিছু কিছু রাতে না ঘুমলে কি হয়?

তুই বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলে বলে আমায় মিস করিস
আমি কিছু না বলেও তোকে তার থেকে অনেক বেশী মিস করি,
তুই আমায় মিস করিস তোর অবসরে, যখন কোন কাজ থাকে না হাতে
আমি তোকে সারাদিনই মিস করি, কাজের মাঝে
আর সারারাত মিস করি মনের মাঝে,
মিসামিসি খেলায় তুই হারাবি কিভাবে আমায়?
আমি শুধু তোদের মত সবকথা বলতে পারি না মুখ ফুটে
তাই হয়তো লোকে আমায় অর্ধমানব ডাকে।

কাল সকালে যখন ঘুম ভেঙে নেট খুলবি
বৃষ্টি নামবে তোর চোখে,
অর্ধ মানবও মাঝে মাঝে কাঁদাতে পারে।






কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন