রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

চড়াই-উৎরাই



চড়াই-উৎরাই
- যাযাবর জীবন


পথে পথে কতই না চড়াই-উৎরাই!
চড়াই-উৎরাই নারীর
দেহে ও মনে

দেহের চড়াই না হয় বাওয়া যায়
মনের উৎরাইয়ে ঠাঁই পেয়েছে কে নেমে?
তবু নামতেই হয় নারীতে
ডুবে যেতে.......

প্রকৃতি কি নারী?
না হলে এত টান আর কার মাঝে আছে?
তাই তো বারবার ফিরে আসি চড়াই-উৎরাই পেরোতে......




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন