রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

অধঃপাতের সূচনা




অধঃপাতের সূচনা
- যাযাবর জীবন


সিঁড়িটা নেমে গেছে ক্রমাগত নীচে
আমিও নামছি ক্রমাগত
কখনো মনুষ্যত্ব থেকে
কখনো ভালোবাসা থেকে;
আমার অধঃপাতের সূচনা হয়েছিল তোতে,
তোকে ভালোবেসে;

সেই যে প্রথম দেখায় ভালোবেসে ফেলেছি!
তারপর থেকে আর মানুষ হতে পারি নি;
একটাবার আমায় মানুষ বানিয়ে দিয়ে যা তো!
ভালোবেসে।




কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন