সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০১৯

নিক্তির পরিমাপ



নিক্তির পরিমাপ
- যাযাবর জীবন


তুই প্রায়শই জিজ্ঞাসা করিস
ভালোবাসো?

আমি উত্তরে বলি বাসি রে বাসি;

পরক্ষণেই তোর প্রশ্ন
কতটুকু?

এ প্রশ্নটাই আমায় বড্ড বিব্রত করে,
আমি আসলে কখনোই ভেবে দেখি নি কতটুকু
ভালোবাসা পরিমাপের কোন নিক্তিও আমার কাছে নেই;

যদি আমি তোকে বলি মেঘের মত ভালোবাসি
তবে কি আসলে ভালোবাসা হয়?
মেঘ তো বাতাসের সাথে সাথে উড়ে যায়
যখন তখন যেখানে সেখানে
আমার ভালোবাসা তো শুধুই তোতে;

যদি বলি বৃষ্টির মত ভালোবাসি!
আরে বৃষ্টি তো ঝরে গেলেই শেষ হয়ে যায়
আমার ভালোবাসা কি শেষ হবার?

যদি বলি জ্যোৎস্নার মত ভালোবাসি!
কিন্তু অমাবস্যায় জ্যোৎস্না তো হারিয়ে যায়,
আমার ভালোবাসা কি হারাবার?

যদি বলি দিনের মত ভালোবাসি!
তবে তো বলতে হয় দিন অন্ধকারে মিলিয়ে যায়,
আমার ভালোবাসা কোথায় মিলায়?

যদি বলি রাতের মত ভালোবাসি!
আরে আরে! রাত তো কালো
আমার ভালোবাসার পুরোটাই আলো;

আচ্ছা!
তুই কি আকাশ পরিমাপ করতে পারিস?
সাগরের জল?
তবে কেন আমার ভালোবাসা পরিমাপ করতে যাস?

আরে বোকা, ভালোবাসা কি নিক্তিতে পরিমাপ করা যায়?
ভালোবাসা তো বুকের গভীরে
হৃদয়ের খুব ভেতরে
তবে কেন পরিমাপ করতে চাস?
খুব বেশী জানতে ইচ্ছে হলে না হয় বুক চিড়ে দেখ
ওখানে পুরোটাই তুই
রক্তের সাথে মিলেমিশে একাকার;

ভালোবাসা পরিমাপ করতে হয় না,
শুধু ভালোবাসতে হয়।








কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন